কিভাবে একটা ছোট্ট পয়েন্টে দূরত্ব গতিতে বিস্তারের ফলে তৈরি হয়েছিল
আমরা সবাই জানি যে বিগ ব্যাং থিওরি কিভাবে আমাদের মহাবিশ্বের সৃষ্টিকে ব্যাখ্যা করে বিগ ব্যাং থিওরি থেকে আমরা এটা জেনেছিলাম যে আমাদের এই বিশাল মহাবিশ্ব
কিভাবে একটা ছোট্ট পয়েন্টে দূরত্ব গতিতে বিস্তারের ফলে তৈরি হয়েছিল যার আকার একটা পরমাণুর থেকেও ছোট ছিলো কিন্তু আমার মনে হয় এখান থেকেই আপনাদের সবার মনের মধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে আসলে কিভাবে একটা ছোট্ট পয়েন্টে থেকে হওয়া expansion এর জন্য এতো বিশাল বড় মহাবিশ্বের জন্ম হয়েছিল আর ঐ ছোট্ট পয়েন্টেটা আসলে কি ছিলো ঐ পয়েন্টটা কোথায় থেকে এসেছিল আর এর থেকেও বড় প্রশ্ন যে বিগ ব্যাং এর আগে কী ছিল
তাহলে আর দেরি কিসের চলুন আজকের এই আর্টিকেলে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি
আমাদের প্রথমেই বুঝতে হবে যে মহাবিশ্ব কি মহাবিশ্ব শুধু ঐটুটু না যতটুটু আমরা খালি চোখে দেখতে পাই আমাদের মহাবিশ্ব এর থেকেও অনেক অনেক বড় যা আমাদের কল্পনার বাইরে হ্যা এটা ঠিক যে এই মহাবিশ্বের সূচনা হয়েছিল ছোট্ট বিন্দু থেকে কিন্তু বর্তমানে এই মহাবিশ্ব ইনফাইনাইট দূরত্ব পর্যন্ত ছড়িয়ে আছে যার খুব অল্প অংশই আমরা দেখতে পাই বর্তমানে আমরা জানি শুধুমাত্র 93 BILLION LIGHT YEAR দূরত্ব পর্যন্তই দেখতে পাই যাকে কসমোলজিস্টরা Observable universe বলে থাকে তাদের কথা অনুযায়ী এই Observable universeএর মধ্যেই প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে তবে এই Observable universe এর বাইরে যে কি আছে সেটা এখনোও পর্যন্ত কেউ জানে না এবং কেউ বলতেও পারে না তবে এই মহাবিশ্বকে আমরা যতটুটু দেখেছি এবং বুঝতে পেরেছি তার থেকে বৈজ্ঞানিকরা এটা প্রমাণ অনুমান করতে সমর্থ হয়ে যে এই মহাবিশ্ব একটা ছোট্ট বিন্দু থেকে হওয়া expansion এর জন্য তৈরি হয়েছিল এই expansion এর করাণে মহাবিশ্বের যত matter আছে যত law আছে এবং স্পেস টাইমও তৈরি হয়েছিল এই মহাবিশ্বের যখন expansion শুরু হয় তখন এক সেকেন্ড থেকেও অনেক ছোট সময়ের মধ্যে দূরত্ব গতিতে expansion শুরু হয়ে যায়
আপনাদের কাছে এটা খুব অল্প সময় মনে হতে পারে কিন্তু এই অল্প সময়ের মধ্যেই আমাদের মহাবিশ্বের একটা প্রোটনের কয়েক বিলিয়ন গুন ছোট অবস্থা থেকে প্রায় একটা টেনিস বলের মতো হয়ে গিয়েছিল এই expansion এর স্পীড লাইটের থেকেও বেশি ছিলো এই ছোট সময়ের মধ্যে হওয়া expansion কে আমরা Cosmic Inflation নামে জানি এখন আমাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসছে মে কিভাবে একটা ছোট্ট পরমাণু থেকে এতো বড় একটা মহাবিশ্বের সৃষ্টি হয় আর ঐ পরমাণুটা আসলে কি ছিলো
এটা ঠিক যে বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পাইনি এ ব্যাপারে তবে অনেক Astrophysicist আলাদ আলদা থিওরি দিয়েছে যে থিওরি গুলো আমাদের একটা অনুমান দিতে পারে যে বিগ ব্যাং এর আগে আসলে কি ছিলো এদের এদের মধ্যে বেশিরভাগ থিওরি মহাবিশ্বের সৃষ্টিকে ব্লাকহোল হোয়াইটহোল এরকম কনসেপ্টেশন এর সাথে জোরে যে থিওরি গুলোকে ভেরিফাই করা একেবারেই অসম্ভব আর এই কারণে থিওরি গুলোকে scientifically সেইভাবে গ্ৰহণ করা হয় না কিন্তু এমন একটি থিওরি আছে যেটা বিগ ব্যাং এর সাথে জড়িত অনেক প্রশ্নের উত্তর আমাদের দিতে পারে যে প্রশ্নগুলোর মধ্যে বিগ ব্যাং এর আগে কি ছিল বিগ ব্যাং কেন হয়েছিল এই সমস্ত প্রশ্নকে আপনি ধরতে পারেন এই থিওরি কে বলা হয় the inflation theory যদিও inflation থিওরি ও। মাল্টি ভারসের এর মতো hypothetical situation ব্যাপারেও আমাদের বলে তবুও এটা মাল্টি ভারসের উপস্থিতি এবং আমাদের মহাবিশ্বের সৃষ্টিকে খুব ভালোভাবেই ব্যাখ্যা করতে পারে এবং বিগ ব্যাং এর সাথে জড়িত প্রায় সমস্ত প্রশ্নের উত্তর আমাদের দেয় এ কারণে
Astrophysicist এর বিশ্বাস এই থিওরির উপর অনেক বেড়ে যায় তাহলে চলুন বন্ধুরা আমরা জানার চেষ্টা করি inflation theory এর ব্যাপারে এবং কিভাবে এটা আমাদের সৃষ্টিকে ব্যাখ্যা করে inflation theory কে আশির দশকে Alan Guth এবং তার সঙ্গে অনেক বৈজ্ঞানিকরা প্রপোজ করেছিল তবে এই থিওরির উপর অনেক বৈজ্ঞানিকরা কাজ করে এবং এই থিওরিকে ডেভলপ করে বিভিন্ন ধরনের inflation theory তৈরি করে যাদের মধ্যে দুই ধরনের inflation theory সবথেকে বেশি চর্চার মাধ্যে থাকে এদের মধ্যে একটা থিওরি প্রপোজ করছিলেন বিখ্যাত physicist ANDREI LINDE এবং দ্বিতীয়টা হলো ETERNAL INFLATION THEORY যাকে বিখ্যাত physicist PAUL STEINHARDT প্রপোজ করেছিল যা তিনি Alan Guth থিওরিকে ডেভলপ ডেবলপ করতে করতে তৈরি করেছিলেন inflation theory অনুযায়ি বিগ ব্যাং এর জন্ম
স্পসের none zero vacuum এ তে quantum field energy fluctuations এর কারণে হয়েছিল এরকম quantum field কে ট্রেইলার field বলা হয়ে থাকে যদি মহাবিশ্বের inflation theory সত্যি হয় তাহলে আমাদের এই মহাবিশ্ব infinite number of multi verse এর মধ্যে থাকা একটা বাবেল ইউনিভার্স শুনতে একটি complicate মনে হতে পারে চলুন তাহলে একটু সোজা ভাবে বলি ঠিক যেমন inflation theory আমাদেরকে বলে যে আমাদের মহাবিশ্বের জন্মের খুব অল্প সময়ের মধ্যে প্রচন্ড পরিমানে বিস্তারিত করেছিলো
Inflation theory এই বিস্তারের কারণ টাকে ব্যাখ্যা করে এই থিওরি অনুযায়ী এই বিস্তার stealer field নামক Unstable c field এ নেগেটিভ পেসারের জন্য হয়ে থাকে
Stealer field Highly Unstable হয় যেখানে এনার্জি এক্সস্ট্রিম ডেনসিটি তবে উপস্থিত থাকে এই কারনে এর মধ্যে gravitacional force এক্ট্রাভটিভ হয় না বরং repulsive হয় মানে আমরা যা নরমাল জীবনে দেখতে পাই তার উল্টো টা এই শক্তিশালী repulsive Force স্পেস কে নিজে থেকে সরিয়ে নিতে বাধ্য করে স্পেসের এই চারিদিকে ছড়িয়ে যাওয়াটা linear হয় না বরং EXPONENTIAL হয় মানে স্পেস এর ছড়িয়ে যাওয়াটা সময়ের সাথে সাথে সমান ভাবে ছড়ায় না বরং সময়ে সাথে সাথে আরো দূরত্ব গতিতে ছড়াতে থাকে কিন্তু এই ছড়িয়ে যাওয়াটা প্রতিটা জায়গায় সমান ভাবে থাকে না stealer field এর unstable হয়ে থাকার কারণে স্পেস যখন ছড়াতে থাকে তখন সেটা এনার্জি লুজ ও করতে থাকে এ কারণে বিভিন্ন জায়গায় এনার্জি DK হতে শুরু করে এবং যে সমস্ত জায়গায় এনার্জি DK হয় যখানে সেখানে লো এনার্জি স্টেতে চলে আসে একারণেই সেই সমস্ত জায়গায় inflation rate অর্থাৎ স্পেসের ছড়িয়ে যাওয়াটা অন্যন্যা জায়গা থেকে কমে যায়
এবং আগের তুলনায় প্রসারিত হতে থাকে এভাবে low vacuum anergy অঞ্চলে microscopes বাবেল univers তৈরি হয় এবং সেটা ধিরে ধিরে প্রসারিত হতে শুরু করে শুরুর দিতে তো ওই ইউনিভার্স microscopesএর লেবেলের হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এগুলো প্রসারিত হতে হতে আমাদের observable ইউনিভার্সের থেকেও বড় হয়ে যায় কিন্তু আপনি এতো দিন পরে এবার আপনি বুঝতেই পেরেছেন যে এটাকেই বিগ ব্যাং বলা হয় inflation theory যদি সত্যি হয় তাহলে আমাদের এই মহাবিশ্ব ঠিক এই ভাবেই তৈরি হয়েছে এতে কোনো সন্দেহ নেই inflation theory অনুযায়ী আমাদের এই বাবেল ইউনিভার্সের বাইরেও আরো অনেক ইউনিভার্স থাকতে পারে তবে এখান থেকেই আপনার মনের মধ্যে আরো একটা প্রশ্ন আসতে পারে সেটা হলো প্রত্যেক বাবেল ইউনিভার্সি যদি সময়ের সঙ্গে সঙ্গে প্রসারিত হতে থাকে তাহলে পাশাপাশি থাকা দুটি বাবেল ইউনিভার্সি একে অপরে সাথে ধাক্কা খাচ্ছে না কেন বা একে অপরেকে প্রভাবিত করছে না কেন এর উত্তর এটা যে যখন দুটো বাবেল ইউনিভার্স তৈরি হয় তখন বাবেল ইউনিভার্সের মাঝখানে যে Quantum region থাকে সেই অঞ্চলটাও ধিরে ধিরে প্রসারিত হতে শুরু করে এ কারণে ইউনিভার্স যখন প্রসারিত হতে থাকে তখন তাদের মাঝখানের দূরত্ব বাড়তেই থাকে তাই কনো ভাবেই দুটো বাবেল ইউনিভার্স একে অপরের সাথে ধাক্কা খাই না আবার দুটো ইউনিভার্সের মাঝখানে যে অঞ্চল তৈরি হয় সেখানেও নতুন নতুন stealer field তৈরি হয় এবং সেই stealer field থেকেও নতুন নতুন ইউনিভার্স তৈরি হয় এতএব inflation এর খেলা কখনো থেমে যায় না এটা ক্রমাগত চলতেই থাকে এ কারণেই একে eternal inflation বলা হয় এই eternal inflation এর কারণে আমাদের বাবেল ইউনিভার্সের মতো আরো অনেক ইউনিভার্স তৈরি হয় অর্থাৎ মাল্টিভার্স eternal inflation এর জন্য আমাদের ইউনিভার্সের মতো এরকম অনেক বাবেল ইউনিভার্স তৈরি হয় এবং আমরা মাল্টিভার্সের কনসেপ্টটা পাই যেখানে নতুন নতুন তৈরি হওয়া স্পেসের মধ্যে নতুন নতুন ইউনিভার্সের কুঁড়ি জন্মাতে থাকে এবং সেই কুঁড়ি থেকে আবার নতুন ইউনিভার্স inflation theory আমাদের এটাও বলে যে ইউনিভার্সের জন্ম পরে quantum field যাকে আমরা HEX FIELD ও বলে থাকি সেখানে উপস্থিত High Density quantum fluctuations anergy কে বাবেল ইউনিভার্সের জন্মের পর পার্টিকেলে পরিণত করে দেয় যে কারণে প্রচুর পরিমাণে এনার্জিও রিলিজ হয় এতএব সোজাসুজি বললে inflation theory থেকে আমরা এটা বুঝতে পারি যে quantum field এ থাকা এনার্জি যখন পার্টিকেলে পরিণত হয়ে যায় তখনি দেখা দেয় একটা বিগ ব্যাং আর এই সময় quantum field এ উপস্থিত এই এনার্জি ১ সেকেন্ডের থেকেও অনেক কম সময়ের মধ্যে হঠাৎ করে ম্যাটারে পরিণত হয়ে যায় আমাদের ইউনিভার্সেও quantum field এর এনার্জির জন্য উত্তপ্ত এবং ঘন প্লাজমা তৈরি হয় প্রথমে যা সময়ের সঙ্গে ধিরে ধিরে ঠান্ডা হয় এবং পার্টিকেল এটাম এবং মওলিকিউলে পরিণত হয়ে যায় যারপর gravity তার কাজ করা শুরু করে নক্ষত্র গ্ৰহ এবং গ্যালাক্সি তৈরি হয় সুতরাং কসমিক inflation যে শুধুমাত্র স্পেসকেই তৈরি করে এমনটা নয়। ইউনিভার্সের মধ্যে থাকা নক্ষত্র গ্ৰহ গ্যালাক্সি ব্লাকহোল এ ধরনের সবকিছুই তৈরি করে বর্তমানে inflation theory ছাড়া এমন কোনো থিওরি নেই আমাদের কাছে যেটা বলতে পারে যে এই মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছিল আর এই থিওরি এটাও ব্যাখ্যা করে মে কিভাবে একটা ছোট্ট বিন্দু থেকে এই বিশাল মহাবিশ্ব যাকে আমরা আমাদের চারদিকে দেখতে পাচ্ছি সেটা তৈরি হয়েছিল